Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপসচিব হলেন জনপ্রশাসনের ২৫৬ কর্মকর্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১০:২৪ AM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১০:২৪ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পদোন্নতি পেয়ে জনপ্রশাসনের ২৫৬ জন কর্মকর্তাকে উপসচিব করা হয়েছে। এই কর্মকর্তাদের অধিকাংশ বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের। যাদের মধ্যে অনেকেই আবার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৪ অক্টোবর) এ বিষয়ে উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গতকাল বুধবার প্রকাশিত প্রজ্ঞাপন দুটির একটিতে সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের সহকারী হজ কর্মকর্তা মো. আবুল হাসান, সৌদি ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের সচিবসহ সাতজনকে পদোন্নতি দেওয়া হয়।

অপর এক প্রজ্ঞাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ অাবদুল কাদেরসহ ২৪৯ জনকে পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে। তাদের মধ্যে অনেকেই অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এর আগে গত ২৯ আগস্ট ১৫৪ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার।

Bootstrap Image Preview