Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ সেরা হয়ে ‘অবাক’ সাইফউদ্দিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ১১:৪৮ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ে সিরিজের আগে অসুস্থ টাইগার দলের অন্যতম পেসার রুবেল হোসেন। সেই কারণে তাঁর পরিবর্তে একাদশে খেলার সুযোগ পান আরেক পেস অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ ।অবশ্য টিম ম্যানেজমেন্টও চাচ্ছিলেন দলে একজন পেসার অলরাউন্ডার।

তাই সীমিত এই সুযোগ লুফে নিলেন সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে  মিরপুরে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে দাপট দেখালেন তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামেও ধরে রাখলেন। তবে এবার ব্যাটিং নয়, বোলিংয়ে ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। পাঁচ ম্যাচের ক্যারিয়ারে  তাঁর মোট উইকেটের সংখ্যা হল ৪টি।

 দুর্দান্ত এই বোলিং করায় দ্বিতীয় ম্যাচের তাকে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তিনি। আর এই ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে বেশ অবাক হয়েছেন এই ডান হাতি পেসার। তাই ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘আসলে আমার টার্গেট ছিল ভালো কিছু করা। কিন্তু ভাবতেও পারিনি আমাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেয়া হবে। বিষয়টিতে সত্যিই আমি অবাক’।

তবে ম্যাচ সেরা হয়ে সাইফউদ্দিন নিজে অবাক হলেও তাঁর পারফম্যান্সে কিন্তু টিম ম্যানেজমেন্ট অবাক হয়েছেন। তাঁর কাছ থেকে যতটুকু আশা করেছেন সবাই তার থেকে বেশিই দিচ্ছেন এই ডান হাতি পেসার। সাইফউদ্দিন এমন ধারাবাহিক ভাবে বোলিং ও ব্যাটিং করতে থাকলে স্থায়ী ভাবে টিম টাইগার একজন পেস অলরাউন্ডার খুজে পাবে।

Bootstrap Image Preview