Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিউল শান্তি পুরস্কার পেলেন মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৮:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


২০১৮ সালের সোল শান্তি পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদান, ভারতে গণতন্ত্র রক্ষা এবং তাঁর অর্থনৈতিক নীতি ‘মোদীনমিকস’-এর সুফল যেভাবে ভারত-সহ পৃথিবীর অন্যান্য দেশ পেয়েছে, সেই কাজের স্বীকৃতিতেই নরেন্দ্র মোদীকে এই সম্মান বলে জানিয়েছে সোল শান্তি পুরস্কার কমিটি।

ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি মাথায় রেখে তিনি সিউল শান্তি পুরস্কার গ্রহণ করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিষ কুমার টুইট বার্তায় বলেন, ‘সারা পৃথিবী আজ মেনে নিচ্ছে প্রধানমন্ত্রীর অবদান। ‘মোদিনমিকস’-এর মাধ্যমে আর্থিক উন্নয়নের যে সুফল ভারত তথা সারা পৃথিবীর মানুষ পেয়েছেন, মানব উন্নয়ন এবং ভারতে গণতন্ত্র রক্ষায় তার যা অবদান, সেই স্বীকৃতিই এই পুরস্কার।’

আনন্দবাজার জানায়, সিউল অলিম্পিক গেমসের সাফল্য উদযাপনের অংশ হিসেবে ১৯৯০ সাল থেকে এই পুরস্কার দিয়ে থাকে দক্ষিণ কোরিয়া। নরেন্দ্র মোদি ১৪তম ব্যক্তি যিনি এই পুরস্কার পেলেন। তার আগে এই পুরস্কার পেয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল, জাতিসংঘের প্রয়াত সাবেক মহাসচিব কফি আন্নান-এর মতো ব্যক্তিত্বরা। মোট ১৩০০ প্রস্তাবিত নামের মধ্যে থেকে তাকে বেছে নেয়া হয়েছে বলে পুরস্কার কমিটির তরফ থেকে  জানানো হয়েছে।

এর আগে ৩ অক্টোবর জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পেয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০২২ সালের মধ্যে দেশ থেকে ‘একবার ব্যবহার যোগ্য’ প্লাস্টিক পুরোপুরি নির্মূল করার উদ্যোগের জন্যই তাকে এই পুরস্কার দেয়া হয়েছিল।

Bootstrap Image Preview