Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচ মাসের শিশুর চোখে ১১ জীবন্ত কৃমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:৫২ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:৫৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চীনের চিকিৎসকরা এক শিশুর চোখ থেকে ১১টি জীবন্ত কৃমি বের করে এনেছেন। চিকিৎসকরা কৃমি বের করে আনার পুরো প্রক্রিয়া ভিডিও ধারণ করে অনলাইনে শেয়ার করেছেন।

খবরে বলা হয়, পাঁচ মাস বয়সী ওই শিশুর নাম ডং ডং। প্রতিবেশীর পোষা প্রাণীর মাধ্যমে সংক্রমণের শিকার হয় শিশুটি। তার চোখে দেখা দেয় কেঁচো কৃমি (রাউন্ডওর্ম)। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সবগুলো কৃমি বের করে আনা হয়।

ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর জানায়, শিশুটি একদিন মারাত্মক অস্বস্তি বোধ করে এবং কান্নাকাটি শুরু দেয়। তার মা লক্ষ্য করেন, তার বাচ্চার চোখে কিছু একটা নড়াচড়া করছে। দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান তার মা।

চিকিৎসকরা জানান, ডং ডং নেমাটোড সংক্রমণের শিকার হয়েছেন। তার চোখের মণির ওপরে ও চোখের পর্দার ভেতরের অংশে বেশ কয়েকটি কৃমি দেখতে পান চিকিৎসকরা।

১৭ অক্টোবর কৃমি বের করার অস্ত্রোপচারটি ভিডিওতে ধারণ করা হয়। দক্ষ চিকিৎসকদের সহায়তায় মাত্র ২১ মিনিটে অস্ত্রোপচারটি সফল হয়। ডং ডং এখনো চিকিৎসাধীন আছেন।

কমপক্ষে ১১টি থেলাজিয়া ক্যালিপায়েদা প্রজাতির কৃমি বের করে আনা হয়। প্রায় ১০০ বছর আগে চীনে নেমাটোড পরজীবীর আবিষ্কার হয়।

Bootstrap Image Preview