Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরাকের উত্তরাঞ্চলে এক গাড়ি বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। মঙ্গলবার শহরটির উত্তরাঞ্চলের কোয়ারা এলাকায় এ হামলা হয়।

পুলিশ বলছে, কোয়ারার পাশের একটি জনবহুল এলাকায় বোমা বহনকারী একটি গাড়ির মাধ্যমে বিষ্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক বোঝাই ওই গাড়িটি স্থানীয় রেস্তোরাঁর পাশে পার্ক করা ছিল। হঠাৎ গাড়িটিতে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে কোনও জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। দেশটির একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, জঙ্গি গোষ্টি ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ইরাকে হত্যা, অপহরণ ও গাড়ি বোমা হামলার জন্য ইসলামিক স্টেটকে দায়ী করা হয়। তবে সরকার ইতোমধ্যে দেশটিতে জঙ্গিগোষ্ঠী আইএসের পরাজয় ঘোষণা করেছে। আইএস জঙ্গিরা ২০১৭ সালে মধ্যপ্রাচ্যে তাদের অধিকৃত অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ হারায়।

Bootstrap Image Preview