Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কসমেটিকস ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা করত বাবু রায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:৩৪ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে র‍্যাবের অভিযানে কসমেটিকস সামগ্রীর একটি কার্টুনের ভেতর থেকে প্রায় আট হাজার পিস ইয়াবাসহ শ্রী বাবু রায় (৪০) নামক একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল সড়কে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, শ্রী বাবু রায় দিনাজপুর জেলার পার্বতীপুর খোলাহাটি নতুন বাজার এলাকার মৃত. আশুতোষ রায়ের ছেলে।

উত্তরবঙ্গে সাম্প্রতিককালের এটিই ইয়াবার সবচেয়ে বড় চালান ধরা পড়লো যার আনুমানিক মূল্য প্রায় ৪০ (চল্লিশ) লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকের বড় বড় চালান সরবরাহের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে কসমেটিকস ব্যবসার আড়ালে বিভিন্ন কাটুনে করে এই মাদক ব্যবসা পরিচালনা করতো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‌্যাব-১৩ রংপুর সূত্রে জানা গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দপুর থানায় মাদক মামলা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview