Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছ: চুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:৩৮ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:৩৮ PM

bdmorning Image Preview


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে। দেশের ১৬ কোটি মানুষের আস্থা, ভালোবাসা আর সমর্থনে পরিনত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। তাই উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় লাল সবুজের নিশানা নিয়ে, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে।

বুধবার (২৪ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে উপজেলার সকল মাদরাসার শিক্ষকদের নিয়ে জমিয়াতুল মোদাররেসিন গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত উন্নয়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ। আর এই উন্নয়ন এমনি এমনি হয়নি। ৪২ বছর আগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়নের যে মশাল জ্বালিয়ে রেখে গেছেন। উন্নয়নের সেই মশাল তারই সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহন করে চলেছে। আর এজন্য তাকে বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ বাংলাদেশে পরিনত হবে।

ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নাজমুল ইসলাম প্রমুখ। এ সময় ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এবং ওই কলেজের দ্বিতল ভবন ও শহীদ মিনার নির্মান কাজের উদ্বোধন করেন।

Bootstrap Image Preview