Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে তিন দিনব্যাপী প্রবারণা উৎসব শুরু 

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ AM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


বান্দরবানে বৌদ্ধ ধর্র্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট। 

এই উপলক্ষে মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজবাড়ি প্রাঙ্গনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ফানুশ উৎসর্গ ও মহামঙ্গল রথের শুভ উদ্বোধন করেন। এর পরপরই বিভিন্ন পাড়া ও গ্রাম উড়িয়ে দেওয়া হয় আকর্ষনীয় ফানুশ বাতি।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় মারমা, চাকমা, ত্রিপুরাসহ পাহাড়ে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্টির শিল্পীরা অংশ নেয়। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং, উৎসব উদ্যাপন কমিটির সভাপতি তিং তিং ম্যা, সাধারণ সম্পাদক মং মং সিং মার্মাসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

এরই কার্যক্রম হিসেবে আজ (২৪ অক্টোবর) সন্ধ্যায় মহামঙ্গল রথযাত্রা এবং বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বান্দরবানের বিভিন্ন পাড়া প্রদক্ষিণ শেষে রাত ১২টায় শঙ্খ নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মালম্বীদের তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন।

Bootstrap Image Preview