Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোটালীপাড়া ছত্রকান্দায় ৩ দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আজ শেষ দিন

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৩৪ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৩৬ PM

bdmorning Image Preview


ব্যাপক উসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া ছত্রকান্দা স্বর্গীয় শ্রী বুদ্ধিমন্ত মল্লিকের বাড়ির সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৩ দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আজ শেষ দিন।

রবিবার ব্রহ্মমুহুর্তে শুরু হয়েছে এ মহানাম যজ্ঞানুষ্ঠান। গান পরিবেশন করছেন শ্রী শ্রী মহাপ্রভু সম্প্রদায়- গোপালগঞ্জ, শ্রী শ্রী জয় নিতাই সম্প্রদায়- মাদারীপুর, শ্রী শ্রী অষ্টলীলা সম্প্রদায়- গোপালগঞ্জ, শ্রী শ্রী কানু গোপাল সম্প্রদায়- পটুয়াখালী, শ্রী শ্রী দেবী দুর্গা সম্প্রদায়- মাগুরা ও শ্রী শ্রী ব্রজের মাধুরী সম্প্রদায়- পিরোজপুর।

প্রতিদিন শত শত ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান। আজ মঙ্গলবার অরুণোদয় সাথে এ শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের সমাপ্তি হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই ৩ দিনে হাজার হাজার ভক্তরা এসেছে এই নামসংকীর্তনে। অনেকেই ৩দিন ধরে এখানে রয়েছেন বলে জানান কমিটির সদস্য প্রেমানন্দ মল্লিক।

Bootstrap Image Preview