Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিকিমে গভীর খাদে পড়ে যায় গাড়ি; ৫ পর্যটক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৪:৫৬ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের সিকিমে সড়ক দুর্ঘটনায় পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে।নিয়্ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িতে থাকা পর্যটকদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। 

জানা গেছে, ১৭ জনের একটি দল দুটি জাইলো গাড়িতে করে সিকিমের কালুক থেকে গ্যাংটকে যাচ্ছিল। পথেই নয়াবাজার থানার রেশিতে প্রথম গাড়িটি বেরিয়ে গেলেও পরেরটি খাদে পড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক বাদে তা স্থানীয়দের নজরে আসে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। তারপর শুরু হয় উদ্ধারকাজ। 

প্রথম মনে করা হচ্ছিল, সোমবার রাত ন’টার পরে দুর্ঘটনাটি ঘটেছে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার সময় সম্ভবত রাত সাতটা থেকে ৭.৩০ মধ্যে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

Bootstrap Image Preview