Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে চা বাগান থেকে জবাইকৃত হরিণ উদ্ধার

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি  
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ AM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১০:১৩ AM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান এলাকা থেকে জবাইকৃত একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

বনবিভাগ সুত্রে জানা যায়, সোমবার (২২ অক্টোবর) আনুমানিক রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জের একটি টহল দল শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে উক্ত স্থানে লাউয়াছড়া থেকে অবৈধভাবে শিকার করা হরিণটি উদ্ধার করা হয়। অভিযানের সংবাদ পেয়ে  শিকারিরা হরিণটি ফেলে পালিয়ে যায়।

বনবিভাগের লাউয়াছড়া রেঞ্জের কর্মকর্তা মোনায়েম জানান, ‘আমাদের কাছে তথ্য ছিলো ভাড়াউড়া বাগানের মন্দিরের পাশে মধু ড্রাইভারের বাড়িতে একটি হরিণ আছে কিন্তু আমরা ব্যাপক তল্লাশির পরও হরিণটি খুঁজে পাইনি। পরবর্তীতে আমাদের সোর্সের দেয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী প্রকাশ হাজরার বাড়িতে তল্লাশি চালিয়ে জবাইকৃত হরিণটি উদ্ধার করি। উদ্ধারকৃত হরিণ শ্রীমঙ্গল ফরেস্ট অফিসে আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।’

তিনি আরোও বলেন, অবৈধভাবে লাউয়াছড়ার বিভিন্ন জায়গা থেকে শিকারিরা হরিণ শিকার করে মাংস বিক্রয় করে থাকে। যা লাউয়াছড়ার বনজ প্রাণী রক্ষায় হুমকি হিসেবে দেখা দিয়েছে।


 

Bootstrap Image Preview