Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'খাশোগির লাশের টুকরো সৌদি নিয়ে যান সালমানের দেহরক্ষী'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৯:৩৭ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৯:৩৭ PM

bdmorning Image Preview
মাহের আবদুল আজিজ মুতরিব


সাংবাদিক জামাল খাশোগির লাশের টুকরো রিয়াদে বহন করে নিয়ে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানেরই দেহরক্ষী মাহের আবদুল আজিজ মুতরিব। একটি সূত্রের বরাত দিয়ে এমন সংবাদই প্রকাশ করেছে বহুল প্রচলিত সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই পত্রিকা।

সূত্রটি বলছে, মাহের হচ্ছেন যুবরাজের দেহরক্ষী এবং একজন গোয়েন্দা কর্মকর্তা। যুবরাজের বিদেশ সফরের সময় তিনি তার সঙ্গে থাকেন।

মিডল ইস্ট আই বলছে, গত ২ অক্টেবার ঘটনার দিন তুর্কি সময় ৬টা ২০ মিনিটে যুবরাজ সালমানের দেহরক্ষী মাহের একটি বিশেষ বিমানে করে সৌদি আরব রওনা দেন। এসময় খাশোগির লাশ টুকরো করে একটি বড় ব্যাগে ভরে তা সৌদি আরব নিয়ে গেছেন।

এদিকে কয়েকটি সূত্র বলেছে, সৌদি নাগরিকদের দ্বিতীয় বিমানটি চেক করা হয় কিন্তু কিছুই পাওয়া যায়নি। মুতরিবের কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং তুরস্কের আতাতুর্ক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে তিনি যাওয়া আসা করেছেন এবং কূটনৈতিক মর্যাদায় ওই দিন তার ব্যাগ চেক করা হয়নি।

প্রসঙ্গত, খাশোগিকে হত্যার বিষয়ে তুরস্কের গণমাধ্যম সৌদি আরবের যে ১৫ নাগরিকের ছবি প্রকাশ করেছে তার মধ্যে মুতরিবের ছবিও রয়েছে।

Bootstrap Image Preview