Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ের পর সিনেমায় এসে সুপারস্টার হয়েছেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৯:০৩ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৯:০৩ PM

bdmorning Image Preview


মূলত বিয়ের আগেই ক্যারিয়ার গড়ে থাকে সবাই। বিয়ের পর ক্যারিয়ার গড়ার চিন্তা কারও থাকে সচরাচর। কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটেছে। কিছু বিখ্যাত তারকা বিয়ের পরেই হয়ে গিয়েছেন সুপার তারকা। মূলত বিয়ের পরেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল বেশ কয়েক জন বলিউড তারকার।

দেখে নেওয়া যাক সেই সকল তারকাদের যারা বিয়ের পর সুপারস্টার হয়েছেনঃ

শাহরুখ খানঃ

১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবিটি দিয়ে বলিউডে পথচলা শুরু হয়েছিল শাহরুখ খানের। কিন্তু ছবিটি তৈরির আগেই, ১৯৯১ সালে গৌরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহরুখ।

আমির খানঃ

আমির খান প্রথম যে ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সেটি হচ্ছে ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। কিন্তু আর তার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির খান।

সইফ আলি খানঃ

১৯৯৩ সালে সইফ আলি খানের প্রথম ছবি ‘আশিক আওয়ারা’ মুক্তি পায়। কিন্তু তার আগেই ১৯৯১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ১২ বছরের বড় অমৃতা সিংহকে বিয়ে করেছিলেন সইফ আলি খান।

রাজ কপূরঃ

১৯৩৫ সালে তখন তার বয়েস মাত্র দশ বছর। এই অল্প বয়সেই ‘ইনকিলাব’ ছবিতে প্রথম অভিনয় করেন রাজ কপূর। কিন্তু সেটি মুখ্য চরিত্র হিসেবে নয়। ১৯৪৭ সালে মুখ্য ভূমিকায় তাকে দেখা গিয়েছিল ‘নীল কমল’ ছবিতে। এর আগেই ১৯৪৬ সালে কৃষ্ণা মলহোত্রর সঙ্গে বিয়েতে আবদ্ধ হন রাজ কপূর।

ডিম্পল কাপাডিয়াঃ

ববি ছবি দিয়ে বলিউডে যাত্রা এই স্টারের। ১৯৭৩ সালে মাত্র ১৬ বছর বয়েসে এই ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু তার আগেই বিয়ের কাজ সেরে ফেলেন তিনি। ছবিটি মুক্তি পাওয়ার মাত্র ৮ মাস আগেই রাজেশ খন্নার সঙ্গে বিয়ে হয় তার।

সানি লিওনঃ

২০১২ সালে বলিউডে ‘জিসম ২’ দিয়ে সানি লিওনের যাত্রা শুরু। কিন্তু তার আগেই ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন তিনি।

আয়ুস্মান খুরানাঃ

‘ভিকি ডোনর’ তার প্রথম ছবি। ২০১২ সালে এই ছবিটি মুক্তি পাওয়ার আগেই ২০১১ সালে তাহিরা কাশ্যপকে বিয়ে করেন তিনি।

চিত্রাঙ্গদা সিংহঃ

২০০১ সালে গল্ফার জ্যোতি সিংহ রনধাওয়াকে বিয়ে করেছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। কিন্তু তার প্রথম ছবি ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ মুক্তি পায় ২০০৩ সালে।

অদিতি রাও হায়দারিঃ

‘দিল্লি সিক্স’ এই অভিনেত্রির প্রথম ছবি। ২০০৮ সালে ছবিটি মুক্তি পায়। এর আগেই ২০০৬ সালে অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন তিনি।

মাহি গিলঃ

‘খোয়া খোয়া চাঁদ’ ছবি দিয়ে যাত্রা শুরু এই অভিনেত্রীর। কিন্তু তার অনেক আগেই বিয়ে করে ফেলেছিলেন এই অভিনেত্রী।

Bootstrap Image Preview