Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছবি তোলার পরেই 'উধাও' হয়ে গেল প্রেমিক যুগল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৫৯ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৫৯ PM

bdmorning Image Preview


পার্কে ছবি তুলতে গিয়েছিলেন ফোটোগ্রাফার ম্যাথিউ ডিপ্পেল। হুট করেই তার নজর যায় টাফ্ট পয়েন্টে। সে ফোটোগ্রাফারটি দেখতে পান, সেখানে প্রেম নিবেদন করছিলেন এক যুগল। চলতি বছরের ৬ অক্টোবর ছবিটি তলেন তিনি।

অস্বাভাবিক ব্যাপার হলো, ছবি তোলার পরেই উধাও হওয়া যুগলকে আজ পর্যন্তও খুঁজে পাননি কেউ! আমেরিকার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের ঘটনা এটি।

ম্যাথিউ জানিয়েছেন, তার সঙ্গে আরও বেশ কয়েকজন ফোটোগ্রাফার ছিলেন। যুগলকে দেখামাত্রই ক্যামেরায় সব কিছু তৈরি করে রেখেছিলাম, যাতে মুহূর্তটা এলেই টুক করে ছবিটা তুলতে পারব। কিন্তু ছবিটা তোলার পরই দেখছি তারা উধাও হয়ে গেছে।

১৭ অক্টোবর ওই যুগলের প্রেম নিবেদনের মুহূর্তটি ফেসবুকে শেয়ার করেন ম্যাথিউ। শুধু ফেসবুকই নয়। টুইটার এবং আরও বেশ কিছু সোশ্যাল প্ল্যাটফর্মেও সে ছবি শেয়ার করেছিলেন ম্যাথিউ। কিন্তু তাতেও লাভ হয়নি। কেউই খোঁজ দিতে পারেননি রহস্যময় সেই যুগলের।

ফেসবুকে ম্যাথিউ লিখেছিলেন, ইন্টারনেট তোমার সাহায্যের প্রয়োজন। এই বছরেরই ৬ অক্টোবর ছবিটা তোলা হয়েছিল ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের টাফ্ট পয়েন্টে। আমিই ছবিটা তুলেছি আর এখন ওই যুগলকে আমি তন্ন তন্ন করে খুঁজছি।

ফেসবুকে শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় সেই ছবি। টুইটারে প্রায় ১.৫ লক্ষ রিটুইট এবং ফেসবুকে ১৫,০০০ এরও বেশি শেয়ার হয়েছে ম্যাথিউর সেই পোস্ট।

Bootstrap Image Preview