Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় স্প্রিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৪৬ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৪৬ PM

bdmorning Image Preview


গাইবান্ধা ফুলছড়ির মদনেরপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আজাদ মিয়া (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ খবর পেয়ে সোমবার (২২ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা-বালাসীঘাট সড়কের মদনেরপাড়া বাজার এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

সড়ক অবরোধের খবর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম টলস্টয়, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল হোসেন এবং জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান  ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান মদনের পাড়া বাজারের পূর্ব ও পশ্চিম পাশে দুইটি স্পিড ব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দিলে দুপুর পৌনে একটার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ছেড়ে দেন। ফলে দেড় ঘন্টা পর সড়কে আবারও যান চলাচল শুরু হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বালাসীঘাট থেকে ছেড়ে যাওয়া গাইবান্ধাগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল মদনেরপাড়া বাজার পার হওয়ার সময় আজাদ মিয়াকে ধাক্কা দেয়। পরে আজাদ মিয়াকে গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রাতেই রমেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে মারা যান আজাদ মিয়া। 

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম টলস্টয় বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মারা যাওয়ার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন।

পরে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান মদনের পাড়া বাজারে দুইটি স্পিড ব্রিকার নির্মাণের প্রতিশ্রুতি দিলে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। আগামীকাল মঙ্গলবার (২৩ অক্টোবর) ওই স্পিড ব্রেকার দুইটি নির্মাণের কাজ শুরু হবে বলে জানান এই ইউএনও। 

Bootstrap Image Preview