Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও শিক্ষা উপকরণ বিতরণ 

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৫:৫১ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৫:৫১ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা ক্যাম্পাসে ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২অক্টোবর) আয়োজিত দিনব্যাপী উক্ত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বাবু ঝলক কান্তি চক্রবর্তী।

সংগঠনের সভাপতি বিশিষ্ট মানবাধিকারকর্মী লুৎফুল হক লোকমান এর সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাঈল মাহমুদ, ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওয়াহিদ, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ মহালদার, ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ বাবু দ্বিপংকর ভট্টাচার্য, সিনিয়র শিক্ষক তারিক হাসান ও জহিরুল ইসলাম মিঠু, দৈনিক ইত্তিফাক এর শ্রীমঙ্গল প্রতিনিধি অনূজ কান্তি দাশ, ভূনবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সোহেল, ভূনবীর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাহমিদ হাসান ও ব্লাডম্যান শ্রীমঙ্গল নেতৃবৃন্দ প্রমুখ।

উক্ত অনুষ্টানে ৫১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং প্রায় পাঁচ শতাধিক জনসাধারণের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদের ব্লাড গ্রুপ জানিয়ে দেওয়া হয়। 

Bootstrap Image Preview