Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুন্সিগঞ্জে ২৩ জেলের জেল-জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৮:৪৪ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৯:০৩ PM

bdmorning Image Preview


মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ২০ জেলেকে কারাদণ্ড ও তিন জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ কেজি মা ইলিশ ও ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। 

রবিবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মৎস্য অফিসসহ নৌ-পুলিশ ও থানা পুলিশের একাধিক সদস্যরা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ ও লিটন ঢালী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের কারাদণ্ড ও জরিমানা করেন। 

লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইদ্রিস তালুকদার‍ জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা ইলিশ রক্ষার্থে পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালানো হয়। এ সময় ২০ জেলেকে আটদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন জেলেকে তিন হাজার করে নয় হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযান শেষে জব্দ মা ইলিশগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় বলেও জানান তিনি। 

Bootstrap Image Preview