Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ফরিদপুরে একটি চিকিৎসা বিশ্ববিদ্যালয় করা হবে: এলজিআরডি মন্ত্রী    

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৮:৩৭ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চিকিৎসা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার সারাদেশে যে উন্নয়নের নজীর গড়েছেন তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রাজেন্দ্র কলেজ। বর্তমান সরকারের আমলেই এ কলেজের ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। 

শনিবার (২০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের শতবর্ষী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর। 

রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক সচিব হেমায়েত উদ্দিন তালুকদার, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, কলেজের সাবেক অধ্যক্ষ মিঞা লুৎফর রহমান, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বেলুন ও পায়রা উড়িয়ে শতবর্ষী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। এর আগে সকাল সাড়ে নয়টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পি জেমস ও ভারতের প্রখ্যাত গায়ক মোনালী ঠাকুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা ।

 

Bootstrap Image Preview