Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাজ্য থেকে ২৪টি শক্তিশালী 'টাইফুন জেট' পাচ্ছে কাতার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৮:১২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৮:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ব্রিটিশ প্রতিরক্ষা গোষ্ঠী বিএই সিস্টেমসের কাছ থেকে ২৪টি অত্যাধুনিক টাইফুন জঙ্গি বিমান কিনতে যাচ্ছে উপসাগরীয় দেশ কাতার। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজনের আগেই দেশটি ২৪টি শক্তিশালী 'টাইফুন জেট' পাচ্ছে। এ জন্য জঙ্গিবিমান টাইফুন জেট ও ৯টি প্রশিক্ষণ বিমান তৈরির কাজ শুরু করেছে যুক্তরাজ্য।

২০১৭ সালের কাতারের সঙ্গে যুক্তরাজ্যের গত বছর স্বাক্ষরিত এক চুক্তির আলোকে এ বিমানগুলো সরবরাহ করা হবে বলে জানিয়েছে গালফ টাইমস।

ব্রিটেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনস্যাস্টারের ওয়ারটনে কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহর উপস্থিতিতে এসব বিমান তৈরির কাজ শুরু হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

গত বছর কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আল থানি কাতার বিমানবাহিনী এবং ব্রিটিশ রয়্যাল বিমানবাহিনীর সমন্বয়ে একটি যৌথ স্কোয়াড্রন উদ্বোধন করেন।

Bootstrap Image Preview