Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে নৌকা বাইচের আয়োজনের মধ্য দিয়ে আ’লীগের পক্ষে ভোট প্রার্থনা

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৬:১৭ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৬:২৫ PM

bdmorning Image Preview


দুর্গাপূজা উপলক্ষ্যে গোপালগঞ্জের বাথানডাঙ্গায় নৌকা বাইচের আয়োজনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা।

গতকাল শুক্রবার বিকেলে কুমার নদীতে স্থানীয় আওয়ামী লীগ গোপালগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মাদ ফারুক খান, এমপি-র নামে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে ব্যতিক্রমধর্মী এ নির্বাচনী ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

গ্রামীন সংস্কৃতির অংশ হিসেবে গত এক যুগ ধরে দশরার দিনে বাথানডাঙ্গায় কুমার নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এবার এ আয়োজনের সাথে নৌকা প্রতীকের পক্ষে স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পেইন ভিন্ন মাত্রা যোগ করে। 

প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচের উদ্বোধন করেন, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা লুৎফার রহমান লুথু। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব নলিনী  রঞ্জন বসাক,  জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শেখ বিউটি, কাশিয়ানীর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সামচুন্নাহার মিনা জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা নায়েব আলী, মোশারাফ হোসেন মিয়া, তানজিলা রহমান প্রমুখ। 

এদিকে নৌকা বাইচকে ঘিরে কুমার নদীর দুপাড় ও বাথানডাঙ্গা এলাকায় জমে ওঠে গ্রামীন মেলা। জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিলিয়ে অন্তত ২৫টি বাছাড়ী নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় আশেপাশের ২০টি গ্রামের অন্তত ২০ হাজার দর্শনার্থী নারী-পুরুষ নৌকা বাইচ উপভোগ করতে উপস্থিত হয়।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপস্থিত সকলের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

Bootstrap Image Preview