Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেমন আছেন সাকিব?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৫:০২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৫:০৫ PM

bdmorning Image Preview


গত ১৪ অক্টোবর  আঙুলের চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আঙুল পুরোপুরি ভালো না হওয়ায় এখন বিশ্রামেই আছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।সেই কারনে ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজ খেলছেন না । শুধু জিম্বাবুয়ে নয়,আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজও সাকিবের দলে থাকা অনিশ্চিত।কিন্তু এখন কেমন আছেন সাকিব? হাতের অবস্থা কেমন?মাঠে ফিরবেন কবে? এমন প্রশ্ন সাকিব ভক্তদের মনে ঘুরে বেড়াচ্ছে।তবে সাকিব এখন ভালো আছেন। আঙুলের অবস্থাও ভালো।আজ দুপুরে ঢাকার  লা’মেরিডিয়ান হোটেলে এক সাংবাদিক সম্মেলনে সাকিব তাঁর আঙুলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। 
আঙুলের বর্তমান অবস্থা ও মাঠে কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন,আমার ইচ্ছার ওপর তো কিছু নির্ভর করছে না। সুস্থ হলে খেলব। এখন সেটার জন্য যতটুকু সময় লাগে ততটুকু নিতে হবে। এখানে জোরাজুরির কোনো সুযোগ নেই। আবার বসে থাকারও সুযোগ নেই। যখন সুস্থ হবো ততদিন পর্যন্ত অপেক্ষা করবো।এখন আসলে কোনো আপডেট দিতে পারছি না। একমাসও হয়নি ইনফেকসন গেল। যদি এক-দেড় মাস যায় তাহলে বোঝা যাবে যে কি অবস্থা। তবে আগের থেকে ভালো অবস্থা।ব্লাড টেস্ট করানো হয়েছে। ওটা প্রতি সপ্তাহে করালে বোঝা যাবে যে কি অবস্থা। তবে এখন পর্যন্ত সব কিছু ইতিবাচক। দ্রুত উন্নতি হচ্ছে। সব কিছু ভালোর দিকে আছে। সময়ের ব্যাপার আর কি।

আপাতত ৩ মাস বিশ্রামেই থাকবেন। অল্পস্বল্প বোলিং করলেও ব্যাট ধরতে মানা। এ সময় যদি হাতে আর কোনো ব্যাথা অনুভব না করেন তাহলে আর অস্তপচারের প্রয়োজন হবে না। তবে যদি ব্যথা অনুভব করেন তাহলে অস্ত্রোপচার বাধ্যতামূলক। অস্ত্রোপচার করালে ছয় মাস মাঠের বাইরেও থাকতে হতে পারে তার।
 

Bootstrap Image Preview