Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে আমন ক্ষেতে পোকার আক্রমণে ফসলহানির আশঙ্কা 

মোঃ রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৪:২৪ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৪:২৪ PM

bdmorning Image Preview


ময়মনসিংহ নান্দাইল উপজেলায় রোপা আমনের ক্ষেতে পাতা মোড়ানো পোকার আক্রমণে মরে যাচ্ছে ধান গাছ। কীটনাশক দিয়েও কোনো কাজ হচ্ছে না। এমনটাই অভিযোগ চাষিদের।

উপজেলা কৃষি অফিসারের তথ্যমতে, নান্দাইলে বিভিন্ন এলাকায় প্রায় ২২হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ করা হয়েছে। জমিতে আমন ধানে পাতা মোড়ানো পোকায় আক্রমণ করেছে বলে কৃষকরা জানায়।

নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের নাখেরাজ গ্রামে চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ধানের ছড়া আসতে শুরু করেছে। এরই মধ্যে ক্ষেতে দেখা দিয়েছে পাতা মোড়ানো পোকার আক্রমণ। ফলে ফসলহানির শঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা।

এই পোকার আক্রমণের ধরন সম্পর্কে নাখেরাজ গ্রামের চাষী হাফিজ উদ্দিন বলেন, ‘সাদা ও লম্বা আকারের এক ধরনের পোকা প্রথমে ধানের পাতাকে মুড়িয়ে ফেলে সেখানে বাসা বাঁধে, তারপর পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। পরে ধান গাছ মরে যায়, ধানের পাতা শুকিয়ে লাল রঙের খড়ে রূপান্তরিত হয়। এক ক্ষেত থেকে দ্রুত আশ-পাশের ক্ষেতে ছড়িয়ে পড়ে।’

অপরদিকে ধরগাঁও গ্রামের রমজান আলী জানান, চলতি মৌসুমে এক একর জমিতে রোপা আমনের আবাদ করেছেন তিনি। এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ১০/১২ হাজার টাকার মতো। এখন পোকার আক্রমণে জমির সব ধানের গাছ মরে যাওয়ার মতো অবস্থা। আমন ধান ঘরে তুলতে পারবেন কি-না তা নিয়েই তিনি চিন্তিত। বেশ কয়েকবার বাজার থেকে কীটনাশক কিনে ক্ষেতে ছিটিয়েছেন তিনি কিন্তু কোনো কাজ হচ্ছে না।

এদিকে কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আকরাম হোসেন বলেন, ‘পোকার হাত থেকে ধান রক্ষা করতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে টিমের সদস্যরা এলাকা পরিদর্শন করে চাষিদের পরামর্শ দিচ্ছেন।’

Bootstrap Image Preview