Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনা এদেশের নারীদের আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিয়েছেন: মেহের আফরোজ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি    
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০১:৪৫ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০১:৫০ PM

bdmorning Image Preview


মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছেন নারী-পুরুষের মধ্যে কোন ভেদাভেদ নেই। সুযোগ পেলে এদেশের নারীরাও কিছু করে দেখাতে পারে। আর সেজন্য তিনি এদেশের নারীদের আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিয়েছেন।

তিনি আজ শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামে প্রীতিলতা কর্মজীবি মহিলা হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন এবং মহিলা বিপণী কেন্দ্রের ‘জয়িতা কালীগঞ্জ’ ভবন নির্মাণ কাজের ভিত্ত প্রস্থর স্থাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগীতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

এসময়  তিনি আরও বলেন, বাংলাদেশে যখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে, তখনই এদেশের নারীরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। শেখ হাসিনার সরকার মানেই নারীর অর্থনৈতিক সমৃদ্ধি। এ কারণে সরকারি খরচে কর্মজীবি নারীদের থাকা-খাওয়ার ব্যবস্থা ও তাদের শিশুদের নিরাপদে রেখে তারা যেন কর্মস্থলে কাজ করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের একটি নারীও অবহেলিত থাকবেনা বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।   

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে নারীদের প্রশিক্ষিত করছেন। আবার প্রশিক্ষিত নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সরকার তাদের ঋণও প্রদান করছেন। কাজেই নারীরা ক্ষমতায়ীত হলে পরিবার, সমাজ তথা দেশ উন্নত হবে। 

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক আতাউর রহমান, অতিরিক্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মো. সোহাগ হোসেন, গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার প্রমুখ। এ সময় গাজীপুর মহানগর, জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রতিমন্ত্রী উপজেলার তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা, ব্রীজ, কালভার্ট, মন্দির ও বিদ্যালয় বভনের উদ্বোধন করেন।    

সচিব নাছিমা বেগম এনডিসি বলেন, দেশের অর্ধেক নারী সমাজকে দারিদ্র রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আর এ কারণেই সরকার দারিদ্র বিমোচনে নারীদের সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। নারীর ক্ষমতায়নে ও তাদের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর।   
 

Bootstrap Image Preview