Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাই: এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০১:৪৪ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০১:৪৫ PM

bdmorning Image Preview
ছবি: আবু সুফিয়ান জুয়েল


একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সবকিছু মিলিয়ে আগামী দিনগুলোকে স্বচ্ছ মনে হচ্ছে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাই।

শনিবার (২০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ  এসশাদ বলেন, আমরা জাতীয় পার্টি সবসময় নির্বাচন করেছি। আজও আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ নির্বাচন চাই। নিশ্চয়তা চাই, আমরা যারা সংসদে আছি সবার সমন্বয়ে নির্বাচনকালীর সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, আমার এই জীবন দেশ ও জাতীর জন্য উৎসর্গ করতে চাই। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ৩’শ আসনে জোট বদ্ধভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন পদ্ধতি পরিবর্তন ও বিচার বিভাগের স্বাধীনতা চাই।

তিনি আরও বলেন, আমি নতুন করে ১৮ দফা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করতে চাই। বিচার বিভাগের স্বাধীনতা চাই। শিক্ষা পদ্ধতি সংস্কার চাই। স্বাস্থ্যসেবার সম্প্রসারণ চাই। শান্তির রাজনীতি চাই।

এরশাদ বলেন, জাতীয় পার্টি সরকারে আসলে দেশের জনগণ মুক্তির পথ খুঁজে পাবে। আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার করব। আমি ক্ষমতা ছাড়ার পর সকল নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে চাই, বিচার বিভাগের স্বাধীনতা চাই, এদেশের কল্যাণ করতে চাই সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলামসহ সর্বস্তরের নেতারর্মীরা।

Bootstrap Image Preview