Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে ২ দিন ধরে গৃহপরিচারিকা শাপলা নিখোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:৩৯ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ২ দিন ধরে গৃহপরিচারিকা শাপলা (১৩) নিখোঁজ রয়েছেন। সে সিনিয়র আইনজীবী সৈয়দ আলমের বালিয়াডাঙ্গীস্থ বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে ছিল।

এ ঘটনায় শুক্রবার (১৯ অক্টোবর) বিকালে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডাইরি করেছেন ওই আইনজীবী।

ডাইরি তে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে সিনিয়র আইনজীবী সৈয়দ আলমের বাড়িতে গৃহপরিচারিকার কাজে নিয়োজিত ছিল শাপলা। গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সে বিকাল সাড়ে ৩টার সময় তার বালিয়াডাঙ্গীস্থ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ সময় বাড়িতে ওই আইনজীবী ছিলেন। পরিবারের অন্যান্য লোকজন আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

আইনজীবী সৈয়দ আলম জানান, বৃহস্পতিবার আমি পেশাগত কাজে ঠাকুরগাঁও আদালতে চলে যাই। তখন গৃহপরিচারিকা শাপলা বাসায় ছিল। দুপুরে বাড়িতে ফিরে এসে বিকাল ৩টার সময় তাকে ঘরে দেখে ঘুমাতে যাই। ঘুম থেকে উঠে শাপলাকে খোঁজাখুঁজি করলে বাড়ির পাশের দোকানদার খয়রুল আলাম জানায়, 'শাপলা একটি ব্যাগ নিয়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গেছে'।

বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বলেন, আমরা ওই আইনজীবীর দেয়া সাধারণ ডাইরি পেয়েছি। মেয়েটিকে খোজাখুজি চেষ্টা চালানো হচ্ছে।

Bootstrap Image Preview