Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, জানুয়ারী ২০২৫ | ৬ মাঘ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বে লাদেনের চেয়েও বেশি জনপ্রিয় তার সেই মডেল ভাইঝি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:৩৭ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


৭ বছর আগে ২০১১ সালে গোপন মার্কিন হামলায় নিহত হন পশ্চিমি দুনিয়ার ত্রাস হিসেবে অতি পরিচিত ওসামা বিন লাদেন। সে লাদেনের ভাইঝি দাপিয়ে বেড়াচ্ছে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র।

আবদেনময়ী এই সুপার মডেলের নাম ওয়াফা বিন লাদেন। পশ্চিমি দুনিয়ায় তিনি ওয়াফা দুফোর নামে খ্যাত। বিশেষ করে যুক্তরাষ্ট্রে তিনি ব্যাপক জনপ্রিয়। আর তাঁর বসবাসও সেখানে। তোলপাড়া করা জনপ্রিয় এই মডেল আর কেউ নন, তিনি আল কায়েদার প্রয়াত নেতা যুক্তরাষ্ট্রের একসময়ের আতঙ্ক ওসামা বিন লাদেনের ভাইঝি!

সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ নাগরিকত্ব নিয়ে এখন লস এঞ্জেলসে বাস করেন ওয়াফা। উনচল্লিশের ওয়াফা যৌন আবেদনে মাত করে দিয়েছে পশ্চিমি দুনিয়াকে। সুপার মডেল হওয়ার পাশাপাশি বিখ্যাত পপস্টারও তিনি।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবটাবাদে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তার পরিবারের অনেককেই আটক করে মার্কিন সেনারা। তাঁর একাধিক স্ত্রী ও তাঁদের সন্তানদের হাজতে ভরা হয়। আরও আত্মীয়ের খোঁজ চালিয়ে মার্কিন গোয়ান্দাদের হাতে উঠে আসা তথ্যে দেখা যায় ওসামার, চারশ’র বেশি ভাইপো-ভাইঝি রয়েছে বিশ্বজুড়ে। তবে তাদের মধ্যে ওয়াফা দুফো এখন বিশ্বজুড়ে পরিচিত।

যে মার্কিন যুক্তরাষ্ট্র ওসামা বিন লাদেনকে দুনিয়া থেকে বিদায় করেছে, সেই যুক্তরাষ্ট্রেরই নামী মডেল ওয়াফা জন্মও হয় লস এঞ্জেলেসে ১৯৭৫ সালের ২৩ মে। বাবা ইসলাম বিন লাদেন। ইসলাম বিন লাদেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের এক নম্বর মডেল লাদেনের এই ভাইঝি। একের পর এক মার্কিন গ্ল্যামার হান্ট কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি এক মার্কিন পত্রিকায় প্রকাশ করা হয়েছে ওয়াফা দুফোরের আসল পরিচয়। একই সঙ্গে ওয়াফা জানিয়েছেন, তার এই পরিচয়ে তিনি একদমই বিরক্ত নন।

ওয়াফা এক সাক্ষাৎকারে এও বলেছেন,‘ আমি আমার বর্তমান অবস্থান নিয়ে খুশি।’ আর ওসামা বিন লাদেন সম্পর্কে বলেন,‘ তাঁর মৃত্যু দূ:খজনক। তবে এনিয়ে আমার কিছুই করার নেই।’

Bootstrap Image Preview