Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩ কোটি টাকা ব্যয়ে ভবানীপুর দাখিল মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:৩১ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:৩১ PM

bdmorning Image Preview


কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ভবানীপুর দাখিল মাদরাসায় শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক প্রস্তাবিত প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক একেএম খাইরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভঅপতি রুহুল আমিন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল আলম সাধন প্রমুখ।

মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি হাজী নোয়াজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মাদরাসার সুপার মাওলানা আবু মুছা তানিম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা কমিটির সভাপতি আবু কাউছার ভুইয়া, কামাল্লা ডি.আ.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খানসহ আরও অনেকে।

Bootstrap Image Preview