Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব

এসএম বাচ্চু, তালা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৬:২৮ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৬:২৮ PM

bdmorning Image Preview


তালায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে সকালে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব।

আজ শুক্রবার হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। 

তালা উপজেলার ১৮৫টি পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা তালার কপোতাক্ষ নদের তীরে আসে। পরে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে হাজারো মানুষ উপস্থিত ছিলো । 

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে তালা থানা ও পাটকেলঘাটা থানার বিপুলসংখ্যক পুলিশ,আনসার ব্যাটেলিয়ন, গ্রাম আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় প্রতিমা বিসর্জন দেখতে কপোতাক্ষ নদের তীরে হাজারো মানুষ হাজির হন।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার বলেন, কপোতাক্ষা নদীতে রাত্র ১০টার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে পূজা শেষ হয়েছে।

Bootstrap Image Preview