Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র প্রদান

বিক্রমজিত বর্ধন, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:১৯ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:১৯ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাপলাবাগ পূজামন্ডপ চত্তরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র প্রদান করেছেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় শ্রীমঙ্গলস্থ শাপলাবাগ পুজামন্ডপে স্বরলিপি সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীমঙ্গলের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মেধাবী ২৫ জন শিক্ষার্থীদের মধ্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি বৃত্তি প্রদান করা হয়। 

অনুষ্ঠানে গৌরাঙ্গ বণিকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, অধ্যাপক অবিনাশ আচার্য্য প্রমুখ।

অনুষ্ঠনের শেষে শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তি ও সনদপত্র তুলে দেন অতিথিরা। 

Bootstrap Image Preview