Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে ৩ বছর ধরে পরিবারকে খুঁজছে বৃদ্ধা সুকিতন

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি  
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০১:১১ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


এলাকার সকল মানুষ মানসিক ভারসাম্যহীন হিসেবে বৃদ্ধা সুকিতন বেগমকে চিনেন। আজ একজনের বাড়ীতে থাকা খাওয়া, কালকে অন্যজনের বাড়ীতে থাকা খাওয়া, পরশুদিন আরেকজনের বাড়ীতে খাতা খাওয়া। এমন করেই ৩ বছর গত করেছেন ওই বৃদ্ধা।

তবে মানসিক ভারসাম্যহীন হলেও তিনি নিজের নাম সুকিতন বেগম। তার স্বামীর নাম কাশিম শেখ, মায়ের নাম জহিরন বেগম সহ তার দুই ছেলে কাতিবুল্লাহ ও সুজির উদ্দীনের নাম বলতে পারছেন। সেই সাথে তার দুই বোন অসিতন ও তসিতনের নামও বলছেন তিনি। শুধুমাত্র কোথায় থেকে এসেছেন, কোথায় তার বাড়ী এগুলো স্মরণ করতে পারছেন না।

উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের আলম জানান, বৃদ্ধা সুকিতন বেগম প্রায় ০৪ মাস বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে, ১ বছর আমজানখোর ইউনিয়নের কাশিপুর গ্রামে, কেরিয়াতী গ্রামে ৩ মাস বিভিন্ন জনের বাড়িতে রাত্রিযাপন করেছেন। গত ৩ মাস ধরে আমাদের কালিবাড়ি গ্রামে বিভিন্ন জনের বাড়িতে যা দেয়, তা খেয়ে পড়ে বেচে আছে। 

তিনি আরও বলেন, এলাকার লোকজন বিভিন্ন ভাবে যোগাযোগ এবং চেষ্টা করেও তার পরিবারের কোন খোজ খবর যোগাড় করতে পারছে না। আমরা এলাকাবাসী চাই ওই মহিলার পরিবারকে খুজে বের করে তাদের হাতে বৃদ্ধাকে তুলে দিতে।

জানতে চাইলে আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো: আকালু বলেন, আমাকে বিষয়টি জানায়নি ওই এলাকার লোকজন। আমি খোজ নিবো। যদি একটা ব্যবস্থা করা যায়।

ছবি দেখে বৃদ্ধা সুকিতন বেওয়াকে চিনতে পারলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের আলম- ০১৭৫০৩৯৫৬৩৭।

Bootstrap Image Preview