Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাশুড়িয়ায় কর্মবিরতিতে মিটার রিডারা, অফিস স্টাফ দিয়ে চলছে বিল প্রদান

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০১:০৪ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০১:০৪ PM

bdmorning Image Preview


পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসে মিটার রিডার ও বিল প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার কাম ম্যাসেঞ্জারগণকে দিয়ে মিটার রিডার ও বিল প্রদানের কথা থাকলেও তা করছে না কর্তৃপক্ষ।

এদিকে চাকরি নিয়মিতকরণ, চাকরিচ্যুতদের পুণঃবহাল এবং কর্ম ঘণ্টা কমানোর দাবিতে একসপ্তাহ যাবৎ কর্মবিরতী পালন করছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ দাশুড়িয়া জোনাল শাখার মিটার রিডার কাম ম্যাসেঞ্জারগণ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১০ অক্টোবর থেকে সারাদেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে এই কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে তাদের কর্মবিরতিতে নিয়ম ভঙ্গ করে অন্যদের দিয়ে মিটার রিড ও বিল প্রদান করছে কর্তৃপক্ষ। ফলে অনেক সময় ঘরে বসে মিটার রিড ও বিল প্রদানে নিয়মনীতি মানা হচ্ছে না বলে জানান স্থানীয় গ্রাহক।

সরজমিনে দেখা যায়, স্থানীয় ইলেকট্রিশিয়ান রাজু দাশুড়িয়ার একটি এলাকায় বিল প্রদান করছে। বিলে কেন সে দিচ্ছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা বিল দেয় তারা না দেওয়ায় তাদের দিয়ে বিল প্রদান করা হচ্ছে।

এব্যাপারে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি দাশুড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মেশবাহুল হক জানান, কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়ার পরেও মিটার রিডার কাম ম্যাসেঞ্জারগণ এক সপ্তাহ যাবৎ কর্মবিরতি পালন করছে। তাদের দফায় দফায় কাজে যোগ দিতে নির্দেশনা দিলেও তারা তা মানছে না। ফলে গ্রাহক হয়রানি বন্ধ করতে আমরা অফিস স্টাফ দিয়ে মিটার রিডার ও বিল প্রদান করছি। সাথে কয়েকজন ইলেকটিশিয়ানের সহায়তা নিচ্ছি। গ্রাহক হয়রানি বন্ধ করতে তিনি দ্রুত কর্মে যোগ দেবার আহ্বান  জানান।     

Bootstrap Image Preview