Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠ করতে সকলে প্রস্তুতি নিনঃ নবাগত জেলা প্রশাসক

রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:২৫ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:২৫ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁয়ের নবাগত জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামন সেলিম রানীশংকৈল উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে সকলকে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠ করতে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় তিনি আরও বলেন, কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। উপজেলার কোন দপ্তর বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের কেউ যদি কাউকে অযথা হয়রানী করে তাহলে তাৎক্ষনিক আমাকে জানাবেন আমি দ্রুত ব্যবস্থা নিবো।

এছাড়া নিরাপদে মহাসড়কে চলাচল ঠিক রাখতে নসিমন করিমন গাড়ী সড়কে চলতে দেওয়া হবে না। ব্যাটারী চালিত অটো চার্জার ভ্যানে পাওয়ারী এলইডি লাইট ব্যবহার বন্ধ করার জন্য ভাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকটকৃত ডাক্তার উত্তরণে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান আইনুল হক উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক অধ্যক্ষ তাজুল ইসলাম ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রেস ক্লাব সাবেক সম্পাদক মোঃ বিপ্লব ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল মুক্তিযোদ্বা হবিবর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview