Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


'সুরক্ষিত ভবিষ্যৎ অন্বেষণে ক্রেডিট ইউনিয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস।  

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (কাল্ব) এর সহায়তায় নাটোর ক্লাস্টার পরিষদ ও জেলার সকল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দর‌্যালি বের করা হয়।

আনন্দর‌্যালিটি বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সম্মেলন কক্ষে জেলা ক্লাস্টার পরিষদের সভাপতি সুব্রত রোজারিও'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার ও নিবন্ধক একেএম নজমুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, লালপুর উপজেলা সমবায় অফিসার আদম আলী, বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রীবেরু, বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোর্তজা প্রমুখ।



 

Bootstrap Image Preview