Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারে ১৯ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০১:২৯ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০১:২৯ PM

bdmorning Image Preview


কক্সবাজারের রামু থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে র‍্যাব। আটককৃত পুলিশ সদস্যের হলো রামু থানার কনস্টেবল ইকবাল হোসেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে রামু বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কনস্টেবল ইকবাল হোসেন ও ইয়াবা ব্যবসায়ী মো. ইয়াছিন আরাফাত (২৬)। আটককৃত পুলিশ সদস্য সহ ২ জনের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় মামলা দায়ের করেছে র‍্যাব।

র‍্যাব কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব রামুর বাইপাস মোড়ে অভিযান চালায়। এই সময় রামু থানার কনস্টেবল ইকবাল হোসেনকে ও ইয়াসির আরাফাত নামের এক ব্যক্তিকে  ১৮৯০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ওই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।

রামু থানার ওসি আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, র‍্যাব ১৮ হাজার ৯শত পিস ইয়াবাসহ কনস্টেবল ইকবাল হোসেনসহ ২ জনকে আটক করে রামু থানায় মামলা দায়ের করেছে। আটককৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Bootstrap Image Preview