Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকলকে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের আহ্বান

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০১:০০ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০১:০০ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মের প্রতি সমানভাবে সহনশীল। ধর্ম যার যার উৎসব সবার এ নীতিতে সকলকে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে উপস্থিত পূজারীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গোৎসব আয়োজনসহ খাগড়াছড়ির উন্নয়নে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছে মন্তব্য করে মন্ডপে মন্ডপে নৌকায় ভোট চাইলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল। 

এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে শান্তি আছে, মানুষে মানুষে সম্প্রীতি আছে। শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ের উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগের বিকল্প নেই।’

আওয়ামী লীগকে আবারো দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দেশ ও উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই সকলকে ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে। কারো ফাঁদে পা দিয়ে পাহাড়ের শান্তি ও উন্নয়নকে বাঁধাগ্রস্থ করা যাবে না।

এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, সতীশ চন্দ্র চাকমা, শতরূপা চাকমা, নিগার সুলতানা, জেরা আওয়ামী লীগ নেতা শুভ মঙ্গল চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview