Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্রের মৃত্যু

এফ এম আবু ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৯:০৮ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৩৪ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অভি আহম্মেদ (১২) নামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ সময় অভির সহপাঠিরা উত্তেজিত হয়ে গাড়ি ভাংচুরসহ রাস্তা অবরোধ করলে তাৎক্ষণিকভাবে রাণীনগর থানা পুলিশ চালকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, উপজেলার রাণীনগর-নওগাঁ সড়কের পশু হাসপাতাল মোড় থেকে প্রাইভেট পড়ে সকাল ১০টায় সাইকেলে করে বাড়িতে যাচ্ছিল অভি। হঠাৎ করে পিছন দিক থেকে একটি সিএনজি তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে সিএনজি চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ওই ট্রাক্টর আটক করে। 

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। অভি নওগাঁ সদর থানার চকবুলাকী গ্রামের মোস্তাক হোসেনের একমাত্র ছেলে ও সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমি’র ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ জনতার হাতে আটক ট্রাক্টর থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় অভির মামা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছে। জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Bootstrap Image Preview