Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

এইচ এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৮:২০ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৮:৪৩ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত বাসে ডাকাতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

সোমবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- নীলফামারী জেলার চৌরঙ্গির মোড় পাঁচমাথা এলাকার জাবেদ আলীর ছেলে জীবন (২০), বগুড়া জেলার নন্দীগ্রাম, উপজেলার দাস গ্রামের মোঃ শাহজাহান মিয়ার পুত্র আব্দুল্লাহ(২০), নরসিংদী জেলার দামের বাউলা এলাকার আলতাফ হোসেনের পুত্র আল আমিন (২২) ও টাঙ্গাইল জেলার, মধুপুর উপজেলার দলপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র আয়নাল হক (২২)।

পুলিশ ও পরিবহন চালক সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস সোমবার রাতে ঢাকা থেকে কালিয়াকৈর আসার পথে আশুলিয়া থানার শ্রীপুর বাসস্টেশন এলাকায় পৌঁছলে যাত্রীবেশে ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত বাসে উঠে। এক পর্যায়ে বাসটি উপজেলার বাড়ইপাড়া এলাকার নন্দনপার্ক নামক স্থানে পৌঁছলে ডাকাতরা অস্ত্রের মুখে বাসের চালক ও হেলপারসহ যাত্রীদের জিম্মি করে লুটপাট শুরু করে।

এসময় যাত্রীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে ডাকাতরা বাস থামিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় জনতা ধাওয়া করে জীবন (২০) ও আব্দুল্লাহ (২১) নামে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে হাতেনাতে আটক করে গণধোলাই দিলেও অন্য ডাকাতরা দৌঁড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত ডাকাতদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে তাদের দেওয়া তথ্যমতে উপজেলার কালামপুর এলাকা থেকে আল আমিন (২৩) ও আয়নাল হক (২২) নামে আন্তঃজেলা ডাকাত দলের আরো ২সদস্যকে আটক করে পুলিশ।

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক মোঃ ওসমান গনি বিষয়টি নিশ্চত করে বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 


 

Bootstrap Image Preview