Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাশোগির নিখোঁজ: সৌদি দূতাবাসে তল্লাশি করে যা পেল তদন্তকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৬:৫৭ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৬:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় তুরস্কে সৌদি দূতাবাসে তল্লাশি চালিয়েছে সৌদি তদন্ত দল। তাদের সঙ্গে তুরস্কের একটি প্রকৌশলী দলও তল্লাশিতে অংশ নেয়। সৌদি থেকে তুরস্কে যাওয়া তদন্ত দলটি মঙ্গলবার কনস্যুলেটে দীর্ঘ ৯ ঘণ্টা তল্লাশি শেষে ভবন থেকে বের হয়ে যান। তবে প্রায় ৪৫ মিনিট আগে তুর্কি দলটি বেরিয়ে যায়।

তল্লাশি করে তদন্ত কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষার জন্য বেশকিছু আলামত সংগ্রহ করেছেন। ওইসব আলামত কনস্যুলেট থেকে বাইরে নেয়া হয়েছে। তবে কী কী আলামত নেয়া হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।

একটি কাভার্ডভ্যানে করে কনস্যুলেটের বাগানের কিছু মাটি বাইরে নেয়া হয়েছে। ওই মাটি আলামতগুলোর মধ্যে অন্যতম।

এদিকে, সৌদির নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি ইস্যুতে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। গত ২ অক্টোবর তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে যাওয়ার পর থেকে তার হদিস নেই। তুরস্কে শুরু থেকেই দাবি করেছে, কনস্যুলেটের ভেতরেই খুন করা হয়েছে এ সাংবাদিককে। কারণ খাশোগি সৌদি কনস্যুলেটের ভেতরে প্রবেশ করলেও তাকে বের হতে দেখা যায়নি। অন্যদিকে প্রথমে সৌদি দাবি করেছিল, মূলদ্বার দিয়ে প্রবেশ করলেও খাশোগি বের হয়ে গেছেন পেছনের গেট দিয়ে। কিন্তু তুরস্ক পাল্টা দাবি করেছে, সিসিটিভি রেকর্ডে তা নেই।

Bootstrap Image Preview