Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৬:২৫ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৬:২৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসসের

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল ও আইজিপিসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সৌদির স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটির।

১৭ অক্টোবর তিনি রিয়াদে সৌদি আরবের বাদশাহর সাথে বৈঠকে মিলিত হবেন। এদিন বিকেলে প্রধানমন্ত্রী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন করবেন। তা ছাড়া তিনি কাউন্সিল অব সৌদি চেম্বারস কর্তৃক আয়োজিত এক বিজনেস সেমিনারে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

১৭ অক্টোরব রাতেই প্রধানমন্ত্রী রিয়াদ থেকে মদীনা গমন করবেন। ১৮ অক্টোবর সকালে প্রধানমন্ত্রী মহানবী (সঃ) এর পবিত্র রওজা মোবারক যিয়ারত করবেন। তারপর তিনি মদীনা থেকে মক্কা যাবেন এবং রাতে পবিত্র ওমরাহ পালন করবেন। ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের জন্য সম্প্রতি ক্রয়কৃত জমিতে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ১৯ অক্টোবর সকালে প্রধানমন্ত্রী জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।

ইতিপূর্বে সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী ইসলামী সামরিক জোটে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়, সৌদি আরব কর্তৃক আয়োজিত এক মাসব্যাপী (১৮ মার্চ-১৬ এপ্রিল ২০১৮ পর্যন্ত) একটি যৌথ সামরিক মহড়া (Gulf Shield-I)- এ বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এ মহড়ায় মোট ২৩টি বন্ধুপ্রতীম দেশ অংশগ্রহণ করেছিলো। সৌদি বাদশাহের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ১৬ এপ্রিল ২০১৮ তারিখে Eastern Province এ অনুষ্ঠিত যৌথ মহড়ার সমাপনী ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী সৌদি বাদশাহের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিত ‘Arab Islamic American Summit’-এ অংশগ্রহণের জন্য ২১ মে ২০১৭ তারিখে সৌদি আরব সফর করেন।

এছাড়াও, প্রধানমন্ত্রী ০৪-০৭ জুন ২০১৬ তারিখে সৌদি আরবে ঐতিহাসিক সফরকালে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সাথে ফলপ্রসূ বৈঠক করেন।  শ্রমখাত, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহায়তা, মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা ইত্যাদি বিষয় এ সফরকালে আলোচনায় প্রাধান্য পাবে বলে আশা করা যাচ্ছে। এ সফরকালে সরকারি ও বেসরকারি খাতে সহযোগিতা সংক্রান্ত একাধিক সমোঝতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যায়।

Bootstrap Image Preview