Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে সরকারি পুকুর দখলের অভিযোগ 

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:১৬ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:১৬ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে এক প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি পুকুর দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি ওই সরকারি খাস পুকুর দখল করে রেখেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলা শিকারপুর গ্রামে।

জানাগেছে, শিকারপুর গ্রামের ৯৮০ দাগের একটি সরকারি খাস পুকুর জালিয়াতির মাধ্যমে ধানী জমি দেখিয়ে ১৯৮৬ সালে সোনাপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র আয়ুব আলী ১৫ বছর মেয়াদে কবুলিয়ত দলিলের মাধ্যমে লিজ গ্রহন করেন। কয়েক বছর পূর্বে আয়ুব আলীর লিজের মেয়াদ শেষ হলে সোনাপুর গ্রামের প্রভাবশালী জোতদার মো. হবিবর রহমান ওই পুকুরের মালিকানা দাবি করে দখল নেন।

এদিকে পুকুরটি সরকারি খাস খতিয়ান ভুক্ত হওয়ায় উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি ১৭ সালের ১৬ অক্টোবর দেওয়ানপুর মৎস্যজীবি চাষী সমবায় সমিতির সভাপতি মো. বাবলু মন্ডল কে ৩ বছরের জন্য ইজারা দিয়েছে। তবে ইজারা নিয়েও ওই পুকুরের দখল পাননি ওই মৎস্য চাষী। এতে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন মৎস্য চাষী। পুকুরটি লিজ নিয়ে সেখানে মৎস্য চাষ করতে গেলে সোনাপুর গ্রামের প্রভাবশালী জোতদার মো. হবিবর রহমান পুকুরটিতে মাছ চাষে বাধা দেয়।

এ ব্যাপারে মো. বাবলু মন্ডল উপজেলা জলমহাল ব্যবস্থাপনা ও  বন্দোবস্ত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দিয়েও পুকুরটি অবৈধ দখলদার মুক্ত হয়নি।

মো. বাবলু মন্ডল জানান, সরকারি সকল শর্ত পূরণ করে পুকুরটি লিজ নিলেও ১ বছরের অধিক সময় ধরে তিনি সেখানে মাছ চাষ করতে পারেননি। এতে তার কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা ও  বন্দোবস্ত কমিটি সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুকুরটি অবৈধ দখল মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Bootstrap Image Preview