Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে দুটি ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নওগাঁ-৩ আসনের সাংসদ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:০৮ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পর অবশেষে আত্রাই নদীর শিবগঞ্জঘাট ও কালনা ঘাটে এলাকাবাসীর আকাংখিত দুটি ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার এ দুটি ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ও মহাদেবপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ছলিম উদ্দিন তরফদার সেলিম।

এ উপলক্ষে চাঁন্দাশ ইউনিয়ন ও উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শিবগঞ্জঘাটে এবং হাতুড় ও এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কালনা ঘাটে পৃথক দুটি জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন পারভেজ, উপজেলা প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ প্রমুখ।

শিবগঞ্জঘাটের ব্রীজটির জন্য ২৬ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৩৮৭ টাকা এবং কালনা ঘাটের ব্রীজটির জন্য ৩৪ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৮৪০ টাকা বরাদ্দ করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে। আত্রাই নদীর উপর এ দুটি ব্রীজ নির্মিত হলে উত্তরগ্রাম, চাঁন্দাশ, হাতুড়, সফাপুর, খাজুর ও এনায়েতপুর ইউনিয়নের জনসাধারণের যাতায়াতের দীর্ঘ দিনের দূর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Bootstrap Image Preview