Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০২:০৪ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০২:০৫ PM

bdmorning Image Preview


মাদারীপুরে এক প্রভাবশালীর বিরুদ্ধে জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগ এনে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। 

আজ মঙ্গলবার দুপুরে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্ব কয়ারিয়া গ্রামে শতাধিক এলাকাবাসী জামাল হাওলাদার নামের ওই ব্যক্তির উপযুক্ত বিচার দাবিতে এ মিছিল করেন।

মিছিলে অভিযোগকারীরা জানান, দীর্ঘদিন ধরে কয়ারিয়া এলাকার বিভিন্ন লোককে মিথ্যা মামলা, চাঁদাবাজির ভয় দেখিয়ে অংশীদারের জমি জোরপূর্বক দখল করেন তিনি। এলাকাবাসী দ্রুত তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় অভিযোগ করে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন হাওলাদার, সেন্টু হাওলাদার, ফারুক হোসেন, সেকান্দার সরদার, ফিরোজা বেগম, মনি বেগম ও শহীদসহ অর্ধশত মানুষ। তারা এসময় বিভিন্ন অন্যায় অবিচারের কথা তুলে ধরেন।

অভিযোগকারীরা আরো বলেন, ‘আমরা যেভাবে হয়রানীর শিকার হচ্ছি যদি তার বিচার না হয় তবে আমাদের এখানে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। তাই তার অত্যাচার থেকে মুক্তি পেতে ঝাড়ু মিছিল করেছি।’

Bootstrap Image Preview