Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাইকগাছায় দুর্গোৎসব উপলক্ষে ১৪৯ মন্দিরে সরকারি অনুদান প্রদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৪৯টি দুর্গা মন্দিরে সরকারি ও এমপির দেওয়া অনুদান প্রদান করা হয়েছে। এ সময় সরকারি ১১ হাজার ও এমপির ১ হাজার, মোট ১২ হাজার টাকা প্রদান করা হয়।

সোমবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা চেয়ারম্যান এ্যাড. বাবর আলী, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, জেলা পুজা উদযাপন পরিষদ নেতা রমেন্দ্র নাথ সরকার, উপজেলা কমিটির সভাপতি সমিরণ কুমার সাধু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।

সভায় বক্তব্য রাখেন- মন্দির কমিটি ও পুজা পরিষদ নেতৃবৃন্দের মধ্যে প্রান কৃষ্ণ দাস, উত্তম সাধু, সুনিল মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি সরকার, টিকেন্দ্র নাথ মন্ডল, হেমেশ মন্ডল, দেবব্রত রায়, বাবুরাম মন্ডল, পিযুষ সাধু, গৌতম মন্ডল, সুভাষ রায়, পরিমল মন্ডল, দ্বিজেন মন্ডল, ইউপি সদস্য বিপুল মন্ডল প্রমুখ।

Bootstrap Image Preview