Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গোদাগাড়ীতে আনন্দ র‍্যালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩১ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩১ PM

bdmorning Image Preview


গোদাগাড়ী প্রতিনিধিঃ

গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ সরকারিকরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) বিকেলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।

শোভাযাত্রাটি গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় কলেজের সামনে থেকে শুরু হয়ে ব্যান্ড আর গান বাজনার তালে তালে সকলেই আনন্দ উল্লাস প্রকাশ করতে থাকে। শহিদ ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্কুুলে এসে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে ফারুক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখপাখি। তিনি সবার সুখ এনে দিয়েছে। বাংলার মানুষের জন্য নিজের ও দেশের জন্য সুখপাখি শেখ হাসিনার যত্ন নিতে হবে। সুখপাখির যত্ন নিলে ভাল ফল পাওয়া যায়। তাই আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট নিয়ে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বিজয়ী হয়ে জন্মেছে তার জন্য সবাই দোয়া করবেন। শেখ হাসিনা আগামী ৫ বছরে গ্রামকে শহর করার ঘোষণা দিয়েছেন। তিনি যা বলেন তা করেন। আমি ঘোষণা দিচ্ছি আগামী ৫ বছরে গোদাগাড়ী তানোরের সকল রাস্তাঘাট পাকা করা হবে। এলাকার আরো শিক্ষা প্রতিষ্ঠান পাকা করে দেওয়া হবে।

আলোচনারত সভায় সভাপতিত্ব করেন- কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার।

সভায় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল লুৎফর রহমান, গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গির আলম প্রমুখ।

Bootstrap Image Preview