Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক তথ্য কঠোরভাবে দমন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০২:১১ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৭:১২ PM

bdmorning Image Preview


পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব-অপপ্রচার করে সোশ্যাল মিডিয়াতে কোনো বিকৃত ও উস্কানিমূলক তথ্য দিলে তা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করে দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

সোমবার দুপুরে রাজধানীর বনানী মাঠে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বেনজীর আহমেদ।

বেনজীর আহমেদ বলেন, কোথাও যাতে কোনো জঙ্গি হামলা সৃষ্টি না হতে পারে সেদিকে আমরা সর্তক দৃষ্টি রাখছি। এছাড়া কোনো অপশক্তি যেন কোনো ধরনের উস্কানিমূলক তথ্য পরিবেশন, সোশ্যাল মিডিয়াতে বিকৃত তথ্য প্রচারের মাধ্যমে সাম্প্রাদীয় সম্প্রতি বিনষ্ট কিংবা আমাদের সামাজিক শৃঙ্খলা নষ্ট করার অপপ্রয়াস করতে না পারে, সেজন্য র‌্যাব ফোর্স সর্তক রয়েছে। আমি দেশবাসীকে অনুরোধ করছি কোথাও কোনো উস্কানিকমূলক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমাদের জানান। আপনারা কোনো ধরনের মিথ্যা, গুজব উস্কানিমূলক প্রোপাগান্ডাতে বিভ্রান্ত হবে না।

তিনি বলেন, ‘এবার সারাদেশে ৩১ হাজার ২৭২টি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যার সংখ্যা গত বছরের তুলনায় এক হজার ৫৭২টি বেশি। আমার মনে আছে, ২০০৮/০৯ সালে ৯ হাজারের কিছু বেশি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বৈষম্যহীন অর্থনৈতিক সমৃদ্ধির কারণে বাংলাদেশে এত সংখ্যক পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিনিয়ত সুসংহত হচ্ছে। তাছাড়া বাংলাদেশে জনগণের সহযোগিতা ও সমর্থনে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হচ্ছে।’

র‌্যাব মহাপরিচালক বলেন, আমার জানি, দেশে ক্ষীণ ও ছোট ছোট অপশক্তিগোষ্ঠী এ ধরনের উৎসবের আনন্দ নষ্ট করার অপচেষ্টা গ্রহণ করে থাকে। আমরা তাদেরকে দমন করে আসছি। আমাদের মধ্যে এই অপশক্তি কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান, র‌্যাব-১ অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাসেম, বনানী পূজা কমিটির সভাপতি সুবোল চন্দ্র সাহা।

Bootstrap Image Preview