Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'সময় এখন মুরাদনগরবাসীর মাথা উঁচু করে দাঁড়াবার'

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০১:৪২ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ চলেছে দুর্বার। সময় এখন মুরাদনগরবাসীর মাথা উঁচু করে দাঁড়াবার। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সাবেক সম্পাদক ও কুমিল্লা-৩, মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) বলেন, মুরাদনগর উপজেলায় নেই কোন চুরি, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষখোর, দুর্নীতিবাজ, মাদক সিন্ডিকেট, থানায় দালালী।

গত ৫বছরে মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নের ৩০৫টি গ্রামে ১হাজার কোটি টাকা কাজ করা হয়েছে। বেকার যুবক যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ যুব উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান, মৎসজীবিদের প্রশিক্ষণও কর্মসংস্থান, শিক্ষা, রাস্তঘাট, কালভাট, একটি বাড়ি একটি খামার প্রকল্প, হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয় সংস্কার মেরামত পুনর্বাসন, স্বাস্থ্যসেবা উন্নয়ন ও তথ্য প্রযুক্তি উন্নয়ন।

গত ১৯৯৬সালে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে মুরানগরে রাজনীতিতে পা রেখেছিলাম। একটি উন্নয়নমুখী, শান্তিপূর্ণ, মুক্ত ও বৈষম্যহীন মুরাদনগর উপজেলা গ্রামগঞ্জকে আধুনিকায়ন গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছিলাম। কিন্তু দূর্ভাগ্যের বিষয় আপনাদের ভোটের রায় পাওয়া সত্ত্বেও ১৯৯৬-র নির্বাচনে ফল ঘরে আনতে পারি নাই। কারণ মুরাদনগরের রাজনীতি ছিল কলুষিত এবং দৃষ্টচক্রে আবদ্ধ করে রেখেছিল। মুরাদনগর উপজেলা বিভিন্ন গ্রামে জনসংযোগকালে জনগণের উদ্দ্যেশে এসব কথা বলেন।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) আরো বলেন, ২০১৪ সাল ৫ই জানুয়ারী আমি নির্বাচিত হয়ে গত ৫বছরে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা প্রতিষ্ঠা, শ্রীকাইল কলেজ সরকারীকরণ, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ৮ থেকে ৩২ মেঘাওয়াটে উন্নতি, ৩২১০টি সোলার প্যানেল স্থাপন, মুরাদনগরে হাটবাজার, কবরস্থানে ৪৬৬টি আলোকিত সোলা স্ট্রীট লাইট স্থাপন, ১৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুতল নতুন ভবন নির্মাণ ও মেরামত, ৬৬৫টি মাধ্যামিক স্কুল, কলেজ ও মাদ্রাসা ভবন নির্মাণ ও মেরামত করা হচ্ছে।

এছাড়াও ৬৭টি ব্রীজ ও কালর্ভাট নির্মাণ, কোম্পানীগঞ্জ-গুঞ্জর সড়ক, কোম্পানীগঞ্জ-কুলুবাড়ী- পদুয়া সড়ক, টনকি-বাইড়া-বইলাবাড়ী সড়ক, টনকি- যাত্রাপুর সড়ক, পান্নারপুল- বাখরাবাদ সড়ক, মীর্জাপুর- কামেল্লা- নোয়াগাও সড়ক, মেটাংগড়-শ্রীকাইল সড়ক, কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা ২৪ কিলোমিটার, কোম্পানীগঞ্জ-গাজিরহাট সড়ক-১৯ কিলোমিটার, মুরাদনগর-ইলেটগঞ্জ-৩৫কিলোমিটার, রাজাচাপিতলা-বিষ্ণুপুর-ব্রাক্ষণচাপিতলা ১৭ কিলোমিটার, কোম্পানীগঞ্জ-মুরাদনগর- রামচন্দ্রপুর সড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক নির্মাণ ও পুনঃনির্মাণ, মুরাদনগর সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও সংস্কার, মিনি স্টেডিয়াম নির্মাণ, উপজেলা স্মৃতিসৌধ নির্মাণ, মুরাদনগর জিরো পয়েন্টে দোয়ল চত্তর নির্মাণ, মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে উন্নয়ন করা হয়েছে।

পাশাপাশি ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পূর্ণ আর ২টি বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন, আইটি রিসোর্স সেন্টার, মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শিল্পকলা একাডেমী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পাহাপুর ইউনিয়ন পান্তি বাজার পুলিশ ফাড়ি স্থাপন, জেলা পরিষদ ৪তলা মার্কেট, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, মুরাদনগর কাঁচা বাজার সংস্কার, পরিবার পরিকল্পনা অফিস ভবন এবং সেন্টার, ১০০০ মে, টন ধারণ ক্ষমতাসম্পূর্ন খাদ্য গুদাম ও মডেল মসজিদ নির্মাণ কাজ চলছে।

মুরাদনগর ৪টি গ্যাস ক্ষেত্র থাকলেও মুরাদনগরবাসী বেশির ভাগ মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আগামীতে আমি নির্বাচিত হতে পারলে মুরাদনগরে প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ করে দিব।

Bootstrap Image Preview