Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের সরকার পাল্টাতে চায় যুক্তরাষ্ট্র: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০১:০৩ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০১:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সরকার পরিবর্তন করতে চাইছে বলে অভিযোগ করেছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শুধু তাই নয়, তারা ইরানের তেল রপ্তানি শুন্যের কোঠায় নামিয়ে আনতে চায়। তবে তারা কোনোভাবেই এটি পারবে না বলে জানিয়েছেন রুহানি।

ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি ছিল তা থেকে গত মে মাসে যুক্তরাষ্ট্র সরে যায়। তারপর থেকেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হতে থাকে।

সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে রুহানি বর্তমান ট্রাম্প প্রশাসনকে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বৈরী বলে মন্তব্য করেন। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক যুদ্ধের কৌশল ব্যবহার করে ইরানের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলেও মনে করেন তিনি।

ইরানি তেলের রপ্তানি কমলেও আয়ে কোনো পরিবর্তন হবে না বলে দাবি করেন রুহানি। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের যে ঘাটতি হবে তা সৌদি আরব পূরণ করতে সক্ষম। কিন্তু এই মুহূর্তে ইরানের তেলের দাম ৮০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ফলে রপ্তানির পরিমাণ কমলেও তা থেকে আগের মতোই দাম পাওয়া যাবে।

Bootstrap Image Preview