Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১০:৫৬ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১০:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোটের বিমান হামলায় ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছে বলে জানা গেছে।

হুদাইদা শহরে হুতি যোদ্ধাদের লক্ষ্য করে শনিবার এ হামলা চালানো হয়। খবর আলজাজিরা।

শিয়া সংখ্যাগরিষ্ঠ হুতিগোষ্ঠী পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইউসুফ আল-হাদারি জানান, শনিবার হুদাইদা শহরের জাবালরাস নামক জায়গায় হামলা চালানো হয়। এ হামলায় ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে জড়ায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোট।

সৌদি জোটের হামলায় এ পর্যন্ত ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানা যায়।

সৌদি জোটের হামলার মুখে ইয়েমেনে ৫০ লাখের বেশি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। দেশটিতে চলমান যুদ্ধের কারণে খাবার ও জ্বালানীর দাম বেড়ে যাওয়ায় সেখানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

Bootstrap Image Preview