Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে সাম্প্রদায়িক সম্প্রীতির মতবিনিময় সভা

এফ এম আবু ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৭:০৮ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৭:০৮ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১১টায় রাণীনগর থানা পুলিশের আয়োজনে উপজেলা সদরের খট্টেশ্বর কালী মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন মহন্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রাশেদুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, রাণীনগর উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক কাজী মোজাফ্ফর হোসেন, রাণীনগর প্রেস ক্লাব সভাপতি এসএম সাইফুল ইসলাম প্রমুখ।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, এ বছর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮ মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই পূজার আয়োজন সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনিকভাবে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

Bootstrap Image Preview