Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়াতে পেট্রল চুরি করতে গিয়ে ৩০ চোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:২৪ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় পেট্রলের পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই তেল চুরি করতে গেলে এ ঘটনা ঘটে বলে জানান আহত একজন ও সেখানকার কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার রাত দেড়টার দিকে আবা নামক শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

প্রধান পুলিশ কর্মকর্তা অ্যান্থনি ওগবিজি বলেন, শুক্রবার দুটি গ্রামে এই বিস্ফোরণের পর গুরুতর আহতদের মধ্যে পাঁচজন মারা গেছে।একটি রক্ষাণাবেক্ষণাধীন পাইপলাইনে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আরো তদন্ত হবে।

পেট্রল চুরির বিষয়টি স্বীকার করে নামদি তোচুকু নামে এক আহত ব্যক্তি জানান, এ ঘটনায় ৩০ জনের পোড়া মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

নাইজেরিয়ার জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, হতাহতরা পেট্রল চুরির উদ্দেশ্যে পাইপলাইনে ভাঙচুর করে এবং এ কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ‘আসলে এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সঠিকভাবে তার হিসাব আমি দিতে পারব না। তবে এ অগ্নিকাণ্ড পেট্রল চুরির সময়ই ঘটেছে,’ বলেন ওই মুখপাত্র।

Bootstrap Image Preview